Cricket ft Bangla song

By Turag 10 views 1 year ago
BPL Match Highlights Song : Ami Durbol Noi( আমি দূর্বল নই) Lyrics:Salman Sheik Music : Salman Sheik Vocal : Salman Sheik Thumbnail: Salman Sheik Label : Salman Sheik Digital Partner : MKEHO Musik( Believe Music) আমি দূর্বল নই ঠিকি ওঠে দারাবোই আমি আঘাত প্রাপ্ত তবু কাপুরুষ নই আমি যুদ্ধের ময়দানে দিয়েছি হুংকার বলেছি মনকে ক্ষত নিয়েও দারা বার কাফনের কাপর টা মাথায় বেধেছি আল্লাহর নাম নিয়ে মাঠে নেমেছি হাজার রকম কত বাদা থাকে সামনে ডর ভয় কোন কিছু রাখি নাই মনে আমি দূর্যোগ সাইক্লোন ধংস নৃশংস অভিশাপ অপমান সব করথ সয্য সূর্যের মত হয়ে সব করি ছারখার ঝরের মত সব করি আমি চুরমার হাদি ঠাণ্ডা কত কিছু হয় আমাকে গিরে আমি হাজার ক্ষত নিয়ে ও ওঠেছি বেরে আমার জন্মটা ভুল সবার আচরনে বুঝি সবার সার্থ হাসিল করে করে আমায় পুজি আমি অন্য গ্রহ থেকে আসা এক প্রানি আমার ভিতর রোবট বাইরে চামরার আবরনি তবু চলতে হবে আমার অনেক টা পথ মাঠে নেমেছি আমি করে শপথ জিবন তো নয় যেন যুদ্ধের ময়দান পলকে পলকর হয় শএুর উত্থান এই বয়সেই কত বার হই ক্লান্ত ব্যর্থ হয়েও এখনো হইনাই ক্ষান্ত নষ্ট শহরে কতবার যাই হারাইয়া খারাপ হয়ে কতবার গেছি পরিয়া হার দরে তুলবে সেটা তপ দুরের কথা কেও একটু ভালো করে দেখা নাই ও তাকায়া নিজেকে নিয়ে আমার ছিলো যত অভিযোগ ডাস্টবিন এ ফেলে নিজে কে বলেছি আবার ওঠ দেখ তর মত আরো আছে হাজারো কলিজায় ক্ষত নিয়েও ওঠেছে আবারো পরিস্থিতি খারাপ সাথে দেখলাম সবার স্বভাব আমায় আঘাত কইরা নিজেরে আবার মনে করে নবাব আমি বদলে যাবো ঠিকি আসুক সময় সে সময় দেখবো কে কার হয় #tiktok_Viral_Rap_Song #Obhela_Rap #Moddobitto_Rap #Gorib_Bole_Choker_Panir_Deinai_Kono_Dam #Nissas_Tao_Bondo_Koira_Kansi_Jar_Jonno #Ami_Moddobitto_Bhai
Latest Videos About Us FAQ Terms of Service Copyright Cookie Privacy Contact
© 2025 Febspot. All Rights Reserved.