কেউ বুঝে না পুরুষের নিঃশব্দ আত্মত্যাগ
By omorfaruk Karim 51 views 7 hours ago
"কেউ বুঝে না পুরুষের নিঃশব্দ আত্মত্যাগ"
দিনশেষে যখন সবাই নিজেদের ক্লান্তি প্রকাশ করে, তখন পুরুষেরা নীরবে সবকিছু সহ্য করে যায়। সংসারের হাজার দায়িত্ব, পরিবারের চাহিদা, সমাজের চাপ — সব কিছু নিঃশব্দে নিজের কাঁধে বহন করে চলে তারা।
কেউ তাদের চোখের ক্লান্তি দেখে না, কেউ শোনে না চাপা দীর্ঘশ্বাস।
ভিতর থেকে ভেঙে পড়লেও বাইরে হাসি ধরে রাখে, যেন পরিবার নিশ্চিন্তে থাকতে পারে।
নিজের স্বপ্ন, ইচ্ছা, আরাম — সবকিছু বিসর্জন দিয়ে একজন পুরুষ শুধু চায় প্রিয়জনের মুখে হাসি দেখতে।
তার এই আত্মত্যাগের কোনো গৌরব নেই, কোনো পুরস্কার নেই, শুধু আছে নীরব কষ্ট আর অদৃশ্য ভালোবাসা।