সফল ক্যারিয়ার নয়, আদর্শ মানুষ গড়াই হোক প্রকৃত শিক্ষা

By Yakub Ali 1 hour ago
0 views
যে বিষয়ে সন্তানকে বললে সে আর কখনো ভালো মানুষ হতে পারবে না , সন্তানকে পড়ালেখার প্রতি আগ্রহ করার জন্য আমরা নিজের অজান্তেই তাকে খারাপ মানুষ হিসেবে গড়ে তুলছে যেমন আপনি যদি সন্তানকে বলেন তুমি যদি পড়ালেখা না করো তাহলে এদের মত তোমাকে রিক্সা চালাতে হবে মেথরের কাজ করতে হবে , এতে আপনার সন্তানের মধ্যে অজান্তেই এদের প্রতি খারাপ ধারণা শ্রমজীবী মানুষদের কে অসম্মান করা অহংকার তৈরি হবে তার পরিবর্তে যদি আপনি বলেন তুমি যদি ভালোমতো পড়ালেখা করো তাহলে এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবে অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারবে , মনে রাখবেন শিক্ষা আমাদেরকে মানুষদেরকে সম্মান করতে শিখায় যদি আপনি মানুষ হয়ে মানুষকে সম্মান করতে না পারেন তাহলে আপনি প্রকৃত অর্থে মানুষ হতে পারেননি
Latest Videos Febspot Explore Monetization Terms of Service About Us Copyright Cookie Privacy Contact