ভয় একটা চিরায়ত অদেখা ভুবন ! মাঝ রাতে
ভয় একটা চিরায়ত অদেখা ভুবন ! মাঝ রাতে কিংবা ভরদুপুরে আমাদের সাথে ঘটে যায় কত শত অতিপ্রাকৃত ঘটনা , আর সেই সব ঘটনা আপনারা শেয়ার করেন রাসেল ভাই এর সাথে ! আপনাদের সাথে ঘটে যাওয়া সেইসব ঘটনা নিয়েই আমাদের এই আয়োজন !
সবাইকে স্বাগতম আরজে রাসেল- ভূত ডট কম ইউটিউব চ্যানেলে ! প্রতি শুক্র বার রাত এগারোটা ঊনষাট-এ থাকছে আমাদের আর আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনার সন্নিবেশে সাজানো একটা ভয়ের যাত্রা- রাসেল ভাই -এর দরাজ কণ্ঠের জাদু-বাস্তবতায়।