পড়ন্ত সন্ধ্যায় প্রকৃতির রূপ আসলেই অতভুত

By Probas 1 hour ago
48 views
পড়ন্ত সন্ধ্যায় প্রকৃতি যেন নিজেকে একটু থামিয়ে নেয়। আকাশের নীলচে বুকে কমলা–লাল আলো ধীরে ধীরে মিশে যায়, সূর্য বিদায়ের আগে শেষবারের মতো রঙ ছড়িয়ে দেয় চারপাশে। গাছের পাতায় হালকা বাতাসের ছোঁয়া, দূরে পাখিদের ঘরে ফেরার ডাক—সব মিলিয়ে সময়টা হয়ে ওঠে নীরব অথচ গভীর। আলো-আঁধারির এই মূহূর্তে প্রকৃতি কথা বলে না, তবু মনে হাজার কথা বলে যায়। ????????
Latest Videos Latest News Monetization Terms of Service About Us Copyright Cookie Privacy Contact